সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

একে একে চলে গেল পাঁচজন, শঙ্কামুক্ত নয় লিজাও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ১:৫৬ pm

ঈদুল ফিতরের পরদিন রাজধানীর ভাসানটেকে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে পঞ্চমজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ওই পরিবারের দস্য সুজনের (৯) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনিজ জানান, সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দগ্ধ সুজনের বাবা লিটন, মা সূর্য বানু, বোন লামিয়া ও নানি মেহেরুনন্নেছার মৃত্যু হয়।

পরিবারটির সবশেষ সদস্য সুজনের আরেক বোন লিজার চিকিৎসাধীন চলছে বার্ন ইন্সটিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

গত ১২ এপ্রিল ভোরে ভাসানটেকের শ্যামল পল্লীর একটি দুই তলা বাড়ির নিচতলার বাসায় মশার কয়েল ধরাতে গিয়ে আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যাওয়ায় আগুনের ওই ঘটনা ঘটে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD