বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৭ pm

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এ জন্য কানাডা এবং যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৪টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও যুবারা। আসন্ন এসব প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর কানাডার যুবাদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা। এরপর যুক্তরাষ্ট্রের যুবাদের বিপক্ষে ৪ ও ৬ অক্টোবর মাঠে নামবে পেলে-নেইমারদের উত্তরসূরিরা।

বিশ্বকাপের আগে শেষবারের মতো দল ঘোষণা করেছে সিবিএফ। এই প্রীতি ম্যাচগুলোর পরই যুব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে কোচ ফিলিপ লিয়েল। ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার।

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল : ম্যাথিউস কোরিয়া, পেড্রো কোবরা, ফিলিপ গ্যাব্রিয়েল, পেড্রো লিমা, ভিটর গ্যাব্রিয়েল, মার্কেস রিকেলমে, সুজা, আর্থার ডায়াস, দা মাতা, ডেভিসন, জোয়াও সুজা, ভিটর রেইস, ক্যামিলো, কৌতিনহো, ডুডু, ফিগুয়েরেডো, লুইজ গুস্তাভো, ম্যাথিউস ইসেপ্পে, এস্তেভাও, কৌয়া ইলিয়াস, লরান, রায়ান, রিকেলমে, উইলিয়াম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD