শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

হাঁটুতে ব্যথা, বিশ্রামে থাকতে পারেন মোস্তাফিজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:৪৮ am

এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচে একাদশে নাও থাকতে পারেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মোস্তাফিজ। যে কারণে তাকে আজ খেলতে নাও দেখা যেতে পারে।

মোস্তাফিজ একাদশে না থাকলে শ্রীলংকার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

সম্প্রতিক ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিট গেছেন লিটন দাস-ইবাদত। এর আগে দলে নেই তামিম ইকবাল। লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে উড়িয়ে নেওয়া হয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও নাঈম শেখকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD