বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সাবেক অধিনায়কদের নিয়ে বিসিবি সভাপতির বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:৩১ am

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। অন্যদিকে, জাতীয় দলের আশেপাশে যারা রয়েছেন সেই সব ক্রিকেটারও শের-ই-বাংলায় নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

এর মাঝে আজ (সোমবার) মিরপুরে বিসিবি ভবনে জাতীয় দলের সাবেক সব অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন সভাপতি ফারুক আহমেদ।

আমন্ত্রণ পাওয়া সাবেক এক অধিনায়ক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। মূলত দেশের ক্রিকেটকে আরও উন্নতির দিকে ধাবিত করতেই এই বৈঠক বলে জানা গেছে।

আমন্ত্রিত সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD