বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বনিম্ন রানের লজ্জা এড়ালো শ্রীলঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৮ am

এক সিরাজেই যেন লণ্ডভন্ড হয়ে গেল শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই চার উইকেট। এরপর শিকার করেছেন আরও দুইটি। এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমে একেবারেই উড়ে গিয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এমন এক দিনে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটাই হয়ত ভেঙে ফেলত লঙ্কানরা।

তবে লঙ্কান ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির বিষয়, নিজেদের সর্বনিম্ন রানের সেই লজ্জা অন্তত এড়াতে পেরেছে তারা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা। এশিয়া কাপের ফাইনালে সেই স্কোর অন্তত টপকে গিয়েছে দেশটি।

ইনিংসের ১৪তম ওভারে সিরাজের বলেই অতিরিক্ত চার রান নিয়ে লজ্জা এড়ায় লঙ্কানরা। এই প্রতিবেদন পর্যন্ত লঙ্কানদের স্কোর ৮ উইকেটে ৪৯ রান।

সবমিলিয়ে লঙ্কানদের দ্বিতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর ৫৫। ১৯৮৬ সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায় এমন লজ্জার কীর্তি গড়ে অলআউট হয় অরবিন্দ ডি সিলভারা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD