রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

শেখ হাসিনা তলাবিহীন ঝুড়িকে সম্পদে পরিপূর্ণ করেছেন: শেখ পরশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৫ pm

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি। এদেশের অর্থনৈতিক মুক্তির কারিগর জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধের পর তলাবিহীন ঝুড়িকে সম্পদ ও সুযোগে পরিপূর্ণ করেছেন। বিশ্বকে দেখিয়েছেন যে, বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর গবেষণা মতে আগামী ২০৪০ সালে বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির একটি হবে বাংলাদেশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচার করে ওরা আমাদের সরকারকে বিব্রত করে যাচ্ছে। আমাদের লাগবে সেই নেতা-কর্মী বাহিনী যারা সক্রিয়ভাবে এই স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার এবং মিথ্যাচার মোকাবিলা করবে। ঘুমন্ত নেতা-কর্মী দিয়ে আমাদের এখন চলবে না। আমাদের দরকার সেই নেতা-কর্মী যারা সত্য দিয়ে ওদের মিথ্যাচারের জবাব দিবে। একটি দিনও অপব্যয় না করে আমাদের আজ থেকেই কাজে লেগে যেতে হবে। দিনের বেলায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় সভা-সমাবেশ করতে হবে, সদস্য সংগ্রহ করতে হবে। আর সন্ধ্যার পর অথবা রাত্রে অনলাইনে আমাদের নিজ এলাকার শেখ হাসিনার দৃশ্যমান অর্জনসমূহ প্রচার-প্রচারণায় মনোনিবেশ করতে হবে।

তিনি বলেন, শুধু নামমাত্র সদস্য সংখ্যা আমাদের দরকার নাই, আমাদের দরকার আদর্শিক কর্মী বাহিনী। শুধু মাত্র সংখ্যাত্বক সদস্যপদ থেকে গুণী, দক্ষ সদস্য আমাদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে যার ক্ষেত্রে দক্ষ যুবশক্তি হিসাবে নিজেদেরকে উদ্ভাবন করতে হবে। এক্ষেত্রে নিষ্ক্রিয় কর্মীবাহিনী থেকে সক্রিয় স্মার্ট কর্মীবাহিনী সর্বদা শ্রেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD