সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল ২ শিশুর মরদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৭:৪১ am

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে বিল্লাল (৮) এবং পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৮)।

স্থানীয়রা জানান, ইসমাইল ও বিল্লাল রোববার সকাল থেকেই নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। এ সময় সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকালে খবর পেয়ে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD