বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

লাস্যময়ী রূপে ধরা দিলেন পরীমণি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৫ am

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই লাস্যময়ী রূপে ধরা দেন চিত্রনায়িকা পরীমণি। আর সে সব ছবিতে মুহূর্তেই যেন ঝড় উঠে ভক্তদের মনে। ফের সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়লেন এই নায়িকা।

শনিবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন পরীমণি। আর এতেই নেটমাধ্যমে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন তার ভক্তরা।

ওই ছবিতে দেখা যায়, নায়িকার পরনে রয়েছে সাদা রঙয়ের একটি অরগাঞ্জা শাড়ি। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ, কানে পরেছেন সাদা ঝুল কানের দুল, কপালে ছোট্ট লাল টিপ আর হালকা মেকাপে যেন লাস্যময়ী রূপে এক সাদা পরী ধরা দিয়েছেন ক্যামেরায়। আর সাদা শাড়িতে নায়িকার চেহারায় ফুটে উঠেছে শুভ্রতার প্রতীক।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই পরীমণির মন্তব্যের ঘরে রীতিমতো ঝড় তুলেছেন এই নায়িকার ভক্তরা। একজন লিখেছেন, সো প্রীটি। আরেকজন লেখেন, সো বিউটিফুল। পরীর এক ভক্ত লিখেছেন, ওএমজি, সাদা পরী।

শুধু ভক্তরাই নয়, কমেন্ট করেছেন অনেক তারকাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, পরী। সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজিও।

প্রসঙ্গত, নায়িকা পরীমণির সব কিছুই এখন ছেলে পদ্মকে ঘিরে। বর্তমানে অভিনয়ের চেয়ে ছেলেকেই বেশি সময় দিচ্ছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ছেলের খুনসুটি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD