সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

রেল লাইনে বসেছিলেন সহকারী তথ্য কর্মকর্তা, কাটা পড়ে মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ৭:২৩ am

নীলফামারীতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রকাশ চন্দ্র সদর উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে প্রকাশ চন্দ্র অনেকটা সময় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশেপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পুলিশ এসে প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য অফিস থেকে ছুটি নিয়ে তাকে ঢাকা নেওয়ার পরিকল্পনা ছিল। স্থানীয়রা ঘটনাটিকে আত্মহত্যা বলছেন।

এসআই বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD