শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ কমিশনারদের সাক্ষাৎ রোববার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৬:৫৫ am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি অবহিত করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার। রোববার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাষ্ট্রপতি। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন ওইদিন সাক্ষাৎ করবেন। চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন।

ইতোমধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

এদিকে বুধবার (১ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD