শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

রাজবাড়ী-ঢাকা রুটে ২ দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৩ am

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে গত দুইদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এ রুটে বাস চলাচল বন্ধ।

আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহন ঢাকা থেকে রাজবাড়ী রুটে রাতে দুটি বাস চালাতো। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায়ী ক্ষতি হয়। যে কারণে আমরা দিনের ওই বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই। এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে, তারা আমাদের রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করুক। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। এরপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি আরও বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আমরা রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে আমাদের রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে। শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন তিনি। আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের বৈঠক রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD