শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে এসএসসির ফলাফল ভাল না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪ ৫:৪৫ am

মানিকগঞ্জ প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু ফলাফল ভাল না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক মেয়ে শিক্ষার্থী। আজ সোমবার (১৩মে) ভোরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে গোলাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জান্নাতুল আক্তার (১৬)। তার বাবার নাম জিন্দার আলী। সে ৩.৩৯ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়।

জানা যায়, গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, এতে ওই শিক্ষার্থী পাশ করে। কিন্তু ফলাফল তার মনের মত না হওয়ায় মান অভিমানে তার বসত ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম জানান, আমরা বিষয়টি শুনেছি, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD