বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে তালাবদ্ধ বিএনপি কার্যালয়, যুবলীগ-ছাত্রলীগের মহড়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৭:৫৯ am

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশব্যাপী তিনদিনের অবরোধকে ঘিরে জনমনে শঙ্কা থাকলেও ময়মনসিংহ নগরীর চিত্র অনেকটাই ভিন্ন। অবরোধের সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর ব্রিজ মোড় এলাকায় একটি ঝটিকা মিছিল বের হলেও আর কোথাও নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি।

সরেজমিনে দেখা যায়, নতুন বাজার এলাকায় বিএনপির কার্যালয় তালাবদ্ধ। কার্যালয়টির সামনে মোটরসাইকেল মহড়া দিচ্ছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেন তারা।

গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সমর্থনে বিএনপি-জামায়াত বিরোধী এ মহড়ার নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সদস্য ইয়াছিন আরাফাত শাওন। এতে আরও ছিলেন মহানগর যুবলীগ নেতা ফয়সাল আহমেদ কিতাব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সবুজ প্রমুখ। এছাড়া সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা শহরে মিছিল বের করে।

এদিকে স্বাভাবিকভাবেই চলছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। আর সড়কপথের যাত্রী সংকটের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করা বাস কম ছেড়ে যাচ্ছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে টিম মাঠে কাজ করছে। সদরে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, র‍্যাব, ১৯৮ জন আনসার মাঠে কাজ করছে। সকাল থেকে দু-এক জায়গায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়।
এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD