বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

ময়মনসিংহে গ্যাস লিকেজ থেকে আগুন, ছয়জন দগ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১:১৯ pm

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সানকিপাড়ায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগতদের চিকিৎসা চলছে।

আহতেরা হলেন— বাড়ির মালিক নজরুল (৭৩), তাঁর নাতি রুয়াত (৭) ও রুয়াতের বাবা সিয়াম (৪০), শ্রমিক সাব্বির (২২) বিল্লাল (৪০) ও সাইদুল (৪০)।

ময়মনসিংহ টাউন তিন নম্বর ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বাড়ির মালিক নতুন বাসায় ওঠার জন্য মিলাদের আয়োজন করেন। এসময় গ্যাস চুলায় আগুন জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD