রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

ভারতের বাঁকুড়া-পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু ৬, আহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৪ am

ভারতের বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অঞ্জন দাস (১৮), সোমনাথ বৈষ্ণব (১৭), লক্ষ্মীনারায়ণ বাউরী (৪৫), মীরা বাউরি (৬১), সাগেন মুর্মু (২০) ও শুকুরমনি সোরেন (২৭)। এছাড়া এ ঘটনায় আরও তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেশটির এ দুই জেলাসহ কয়েক জেলাতেই গত কয়েকদিন ধরেই প্রবল ভ্যাপসা গরমের পর বজ্রপাতসহ বৃষ্টির দেখা দেয়। এসময় আচমকা বজ্রপাতে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছয়জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশটির বিভিন্ন জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD