ভারতের বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অঞ্জন দাস (১৮), সোমনাথ বৈষ্ণব (১৭), লক্ষ্মীনারায়ণ বাউরী (৪৫), মীরা বাউরি (৬১), সাগেন মুর্মু (২০) ও শুকুরমনি সোরেন (২৭)। এছাড়া এ ঘটনায় আরও তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেশটির এ দুই জেলাসহ কয়েক জেলাতেই গত কয়েকদিন ধরেই প্রবল ভ্যাপসা গরমের পর বজ্রপাতসহ বৃষ্টির দেখা দেয়। এসময় আচমকা বজ্রপাতে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছয়জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশটির বিভিন্ন জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।