শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

‘ভাড়ার লোক দিয়ে সহিংসতার জন্য বিএনপির ফের অবরোধ’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৩:৪৬ am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাড়া করা লোক দিয়ে আবারও সহিংসতার জন্য বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপি দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা।

শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের সামনে এক পর্যায়ে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ঢাকায় ২৮ অক্টোবর যারা সহিংসতা করেছে, তাদের আটক করা কি দমন করা? যারা অপকর্মের নেতৃত্ব দিয়েছেন, তাদের আটক করা কি অপরাধ?

বিএনপি অবরোধ কর্মসূচিকে অপকর্ম মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। দলটি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছু আসে যায় না। বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত ঠিকানা।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল হানিফ অনেকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD