ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ওপেনার লিটন দাসের। সবশেষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে তিনি রান করতে ব্যর্থ হয়েছেন। একইসঙ্গে জাতীয় দলের জার্সিতেও যে খুব ভালো ফর্মে রয়েছেন সেটাও বলা মুশকিল। তবে লিটন দ্রুতই এসব খারাপ সময় কাটিয়ে ফিরবেন- এমনটাই আশা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের।
আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘লিটন দাস ক্লাসি ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। আমি নিশ্চিত এ অফ-ফর্মটা সে সময়মতো কাটিয়ে উঠবে। ক্রিকেটারদের এরকম খারাপ সময় আসে। আমিও মনে করি ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।’
এদিকে আফিগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হন আরেক ওপেনার নাঈম শেখ। তবে আসন্ন এশিয়া কাপের দলেও রয়েছেন তিনি। নাঈমের স্কিলেও আস্থা রাখছেন বাশার, ‘নাঈম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছেন। হয়তো ফিরে এসেছেন অনেকদিন পরে। যখন একজন ক্রিকেটার অনেকদিন পর ফিরে, তাকে একটু সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই স্কিলফুল প্লেয়ার।আমি বিশ্বাস করি বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি।’
এছাড়া সাম্প্রতিক সময়ে ওপেনারদের পারফর্ম নিয়েও চিন্তার কিছু দেখছেন না বাশার, ‘আমার মনে হয় না চিন্তিত হওয়ার কিছু আছে। আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সেও তার ফল দেখতে পাবেন।’
‘ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের পাশে থাকতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের মূলমন্ত্র আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ’, যোগ করেন বাশার।