সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৬ am

বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে লোড-আনলোড প্রক্রিয়াসহ কাস্টমস হাউজের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিকভাবে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD