রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০০ am

অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

আসছে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলোর জন্য শুক্রবার ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় রয়েছেন ৪৬ বছর বয়সী সৈকত।

ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়েই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এবার ম্যাচ পরিচালনা করতে দেখা সাবেক ক্রিকেটার সৈকতকে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। অনফিল্ড আম্পায়ার হিসেবেও থাকবেন বেশ কয়েকটি ম্যাচে।

এখন পর্যন্ত ৯ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও মেয়েদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার।

আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেলের ১২ জন এবং আইসিসি উদীয়মান আম্পায়ার প্যানেলের ৪ জন এবারের বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো পরিচালনা করবেন।

বাংলাদেশের সৈকত ছাড়া অন্য আম্পায়াররা হলেন- ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং পল উইলসন।

ধর্মসেনা, ইরাসমাস এবং টাকার গত বিশ্বকাপের ফাইনালেও ছিলেন। সেই ম্যাচের থাকাদের মধ্যে গত মার্চে এলিট প্যানেল থেকে বেরিয়ে যাওয়া আলিম দার শুধু নেই।

বিশ্বকাপজুড়ে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন এলিট চ্যানেলের জেফ ক্রো, অ্যান্ডি পেক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD