শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিয়েতে গিয়ে বিপাকে পড়লেন ১৪ বলিউড তারকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৭ am

বলিউড তারকারা বিভিন্ন রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা নিয়ে যান তাদের।

দুবাইয়ে এমন এক বিয়েতে গিয়েছিলেন টাইগার শ্রফ, সানি লিওন, নেহা কক্করসহ ১৪ বলিউড তারকা। আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সেই বিয়ের বাজেট ২০০ কোটি টাকা। সেখানে তারকারা গিয়েছিলেন বিশেষ অতিথি হয়ে। তাতেই বিপত্তি। এ জন্য ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে পড়লেন এ তারকারা।

সম্প্রতি ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন সৌরভ চন্দ্রশেখর। তার বিয়েতে বিশেষ অতিথি হয়ে যান টাইগার, সানি, নেহা কক্কর, রাহাত

ফাতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচার মতো তারকা।
‘মহাদেব বেটিং অ্যাপ’ সংস্থার মালিকের নাম রবি উপ্পল, সৌরভ চন্দ্রশেখর। ইডি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বেশ কয়েক মাস আগে দুবাইতে গা ঢাকা দেন সৌরভ। অভিযোগ উঠেছে, এই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকা মুম্বাইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গেছে বলি তারকাদের কাছে।

প্রায় ১১২ কোটি টাকার লেনদেন হয় এই বাবদ। তারকাদের দুবাইতে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি টাকা। যার পুরোটাই হয়েছে নগদে। এই টাকার গোটাটাই নাকি কালো টাকা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD