বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

বিদেশিরা কখনই তত্ত্বাবধায়কের কথা বলেনি : শাজাহান খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১০:০৬ am

বিদেশিরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

রোববার (২০ আগস্ট) দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশিরা অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। তাদের কাছে ধরনা দিয়ে লাভ নেই।

তিনি বলেন, বিএনপি বারবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ছাড়তে বলে। ক্ষমতা তো বিএনপির মামা বাড়ির আবদার না। জনগণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছেন। বিএনপি বসায়নি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালে অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকাভুক্ত হয়েছেন। আর এসব কারণে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD