বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

‘বিএনপি যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৮:৩৭ am

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব এবং সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, দেশে নতুন আরেকটি রেনেসাঁর জাগরণ ঘটাতে হবে। ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব যুব সমাজকে নিতে হবে। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না।

শনিবার (৪ নভেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত ‘যুবকরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে টেবিলের নিচে, চায়ের দোকানে ঘুষ নেওয়া হতো। কিন্তু এখন সরাসরি অফিসে বসে ঘুষ নেওয়া হচ্ছে। খাজনা দিতে গেলে তহসিলদার ঘুষ চায়, ট্যাক্স দিতে গেলে ডেপুটি কমিশনার ঘুষ চায়, জামিনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট ঘুষ চায়। এই-হলো দেশের অবস্থা। মাদকের সর্বগ্রাসী থাবা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশে এখন কিশোর গ্যাং তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন— সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স। কিন্তু এদেশে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এদেশে সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় যুব সংহতি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাতীয় যুব সংহতি সংগঠনের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আলম প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD