বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে সাঈদী-সমর্থক ও আ.লীগের পাল্টাপাল্টি ধাওয়া, কয়েকজন আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:০৭ pm

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর ভক্ত-সমর্থক ও জামায়াত নেতাকর্মী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

হায়াতুল ইসলাম খান বলেন, ‘বায়তুল মোকাররমে শোক দিবসের দোয়া চলাকালীন দেলাওয়ার হোসেন সাঈদীর ভক্ত-সমর্থকরা হট্টগোল শুরু করেন। এরপর জামায়াত-শিবিরকর্মী বায়তুল মোকাররমের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করে। সে সময় পুলিশ এলে তারা ভেতরে চলে যায়। তখন ভেতরে থাকা শোক দিবস পালনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে।’

জানা যায়, সাঈদীর মৃত্যুতে মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা করার দাবি তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। পুলিশ অনুমতি না দিলেও দুপুরে তারা মসজিদের বাইরে জড়ো হতে থাকে, তাতে উত্তেজনা তৈরি হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD