বাংলাদেশি বোলারদের ওপর ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তবে টাইগার পেসাররা দ্রুতই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটার সামারাবিক্রমার নৈপুণ্যে রানের ২৫৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। বোলিংয়ে এসে প্রথম ওভারেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত রিভিউ নিয়ে ভাগ্যক্রমে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।
এরপর আগ্রাসী মেজাজে বাংলাদেশের বোলারদের ওপর ব্যাট চালাচ্ছিলেন লঙ্কান ওপেনাররা। তবে ষষ্ঠ ওভারে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন দিমুথ করুনারত্নে। বিদায়ের আগে ১৭ বলে ১৮ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। নিশাঙ্কাকে নিয়ে দলীয় শতকও ছাড়িয়ে যান তিনি। এর মধ্যে বেশি আক্রমণাত্বক ছিলেন মেন্ডিস। এতে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। তবে ব্যাট টু ব্যাক ওভারে এই দুজনকেই বিদায় করেন শরিফুল ইসলাম।