রাজধানী বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিন শিশুরই বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। তবে কারো নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।