শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি: ২৬ জেলে জীবিত উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ৫:১২ am

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবণবাহী ট্রলারডুবির পর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব।

তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু লবণবাহী ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও সাঙ্গুর বিসিজি স্টেশনের বোটযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসতে থাকা ২৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদেরকে পতেঙ্গায় অবস্থিত কোস্টগার্ড বার্থে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD