বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বগি লাইনচ্যুত, গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ১২:২৬ pm

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর সোয়া ১টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন সামনের দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD