বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা কমাতে কাজ হচ্ছে : শিক্ষামন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৭ am

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর, চর এসব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। অতি সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সেখানে সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছেন, সবকিছু মিলিয়ে কী মনে হয়? কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে-কী বললো তাতে কিছু যায় আসে না। আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, জনগণের কথা রেখেছি। আবারও আস্থা বিশ্বাস রেখে আমাদের সুযোগ দেবে জনগণ।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, মহিলাবিষয়ক ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD