শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

নিষিদ্ধ পান্ত, ৩০ লাখ রুপি জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪ ১২:০৪ pm

রাজস্থান রয়্যালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পান্ত। সেই সঙ্গে তাকে ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের একাদশে থাকা ক্রিকেটার ও ইমপ্যাক্ট ক্রিকেটারকে ১২ লাখ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। মূলত যে অঙ্ক সবচেয়ে কম হবে সেটাই জরিমানা দিতে হবে দিল্লির ক্রিকেটারদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে পান্তের শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল দিল্লি। তবে পর্যালোচনা করে দেখা গেছে ম্যাচ রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। ফলে শাস্তি পেতেই হচ্ছে পান্তকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল নিজেদের ২০ ওভারের কোটা পূরণের জন্য ৮৫ মিনিট সময় পায়। ফলে প্রতি ওভারে তারা ব্যয় করতে পারে ৪.২৫ মিনিট। রাজস্থানের বিপক্ষে নিজেদের বোলিং কোটা পূরণ করতে ১১৭.৮২ মিনিট সময় খরচ করেছিল দিল্লি। এ কারণেই তাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের শাস্তি আরোপ করা হয়েছে।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে দিল্লি। প্লে-অফে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই অধিনায়ক পান্তকে পাবে না তারা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD