বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ৯:৩০ am

জামালপুরের রৌমারী বিলে গোসলে নেমে নিখোঁজ সৌহার্দ্যের (১৬) মরদেহ ২২ ঘণ্টা পর ভেসে উঠেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় রৌমারী বিলে সৌহার্দ্যের মরদেহ ভেসে ওঠে। এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় এই শিক্ষার্থী।

নিখোঁজ সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাহজাহানের ছোট ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকেন। সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার ৪ বন্ধু জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা বিলে গোসল করতে নামে। এ সময় সৌহার্দ্য পানিতে ডুবে গেলে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে আজ শনিবার দুপুর ২টায় তার মরদেহ ভেসে ওঠে।

নিহত শিক্ষার্থীর বন্ধু মেঘলা ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল থেকে বিলে বসে আছি, সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। এখনো ভাবতেই পারছি না সৌহার্দ্যের কিছু হয়েছে। ইচ্ছে ছিল তার জন্মদিনে তাকে সারপ্রাইজ দিব। কিন্তু সেটা আর ভাগ্যে হলো না।

নিহতের শিক্ষার্থীর বড় বোন স্নিগ্ধা ঢাকা পোস্টকে বলেন, আমার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমি দুপুরে তাকে খাওয়াই দিয়েছি। ‌পরে বিকালে বন্ধুদের সঙ্গে সে ঘুরতে যায়।

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে রৌমারী বিলে ঘুরতে এসে গোসল করার সময় ডুবে যায় সৌহার্দ্য। পরে মরদেহ বিলে ভেসে উঠলে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD