মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কনস্যুলেট জেনারেল জানায়, সাক্ষাতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি তার ভূমিকার জন্য মেয়রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নিউইয়র্কে বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার বন্ধনকে আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া সম্প্রতি কনসাল জেনারেল নিউইয়র্কের ফরেন মিশন অফিসের আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার হার্ডিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।