রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: ফখরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫১ am

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তাতে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’- মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কে কী বলে সেটা আমাদের দেখার বিষয় না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD