রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নিলয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৩ am

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। চিকিৎসকের পরামর্শে এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

নিলয় আলমগীর বলেন, ‘জ্বর কমে আসার পর রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডা. বললেন আরো বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব। কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না।’

দুঃখ প্রকাশ করে নিলয় আলমগীর বলেন, ‘বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।’

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। এটি মুক্তি পায় ২০১৪ সালে। সিনেমায় নিয়মিত হননি নিলয়; তবে টিভি নাটকে নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD