‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় ঘটনাটি ঘটে। লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
মো. আলাউদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসতেই ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।