নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শুরু হয়েছে আজ। প্রথম ওয়ানডেতে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই সিরিজের বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর বাংলাদেশের একাদশে জায়গা হলো মাহমুদউল্লাহ রিয়াদের। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবালও। তার সঙ্গে ওপেনিং করবেন তানজিদ তামিম।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।