পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই। তার নামে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি ভুয়া। খবর জিও নিউজের।
হলিউডের আলোচিত এই চিত্রপ্রযোজক নিজেই বিষয়টি পরিস্কার করেছেন।
জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং সাইটে জেমিমার নামে সম্প্রতি একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ বিষয়ে এক্স (সাবেক টুইটার) এ পোস্ট দিয়ে জেমিমা বলেন, জেমিমা খান নামে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি ভুয়া।
তার নামে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটির স্ক্রিনশর্টও দেন জেমিমা। জেমিমা খান অফিসিয়াল নামে ওই অ্যাকাউন্টে ইমরান খানের সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। এতে ইতোমধ্যে বহু ফলোয়ার যুক্ত হয়েছেন। এতে ৪৮৩টি ভিডিও শেয়ার করা হয়েছে।
প্রসঙ্গত, জেমিমার সাবেক স্বামী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসে টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। সাবেক কিংবদন্তি ক্রিকেটারকে টিকটকে পেয়ে খুশি ক্রিকেট ফ্যানেরা।