সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

জুনিয়র সাফের সেমিতে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪০ am

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বুধবার) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল। সেখানে নেপালের ১-০ গোলের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

সাফ অ-১৬ টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে দল রয়েছে তিনটি করে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশের গ্রুপে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপসেরা। বাংলাদেশ দুই ম্যাচের মধ্যে একটি জিতে রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে। এছাড়া দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে তারা গ্রুপসেরা হয়েছিল। ভারতের প্রতিপক্ষ ঠিক হবে মালদ্বীপ ও ভুটানের ম্যাচের পর। দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। আজকের ম্যাচের জয়ী দল সেমিতে খেলবে আর ড্র হলে দুই দলের গোল ব্যবধান এগিয়ে থাকা দল উঠবে পরের পর্বে। পরবর্তীতে আগামী ৮ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD