বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৮:৪৬ am

জাতীয় নির্বাচনে দেশের আয় ও বেচাকেনাও বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ ছাড়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, নির্বাচনের সময় বেচাকেনা বাড়ে। এ সময় মানুষ মনের আনন্দে চা শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক।

তিনি আরও বলেন, যদি আন্দোলনের নামে সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। এতে দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD