শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

জনগণ ভোট না দিলে স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব : কৃষিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ২:০২ pm

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন আর আমরা তাদের সহযোগিতা করবো। জনগণ যদি ভোট দেয় আমরা আবারও ক্ষমতায় যাব। যদি ভোট না দেয় তাহলে ২০০১ সালের মতো স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায় না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনে নতুন হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তখন আমরা বলেছি, ‘তোমরা তোমাদের কবর খুঁড়ছ। সেই কবরে তোমাদেরই পড়তে হবে।’ আমি মনে করি, বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।

আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ‘তরঙ্গ সৃষ্টি হবে’ বলেও ঘোষণা দেন রাজ্জাক। তিনি বলেন, সেই তরঙ্গে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ভেসে যাবে।

সুধী সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, কৃষি বিভাগের প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মুনসুর আলম খান, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র প্রমুখ।

সমাবেশের আগে মন্ত্রী উপজেলার জাহানপুরে ৮৫ কোটি টাকার হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD