ছুটি নিয়ে সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিজীবীরা চলতি মাসের শেষের দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন।
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি। পরের দুদিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর-শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ বৃহস্পতি, শুক্র ও শনিবার, এই তিন দিন তারা ছুটি পাচ্ছেন।
তবে বেসরকারি চাকরিজীবীরা তিনদিন নয়, টানা দুইদিন ছুটি পাবেন।
আরবি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী রবিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।
উল্লেখ্য, মহানবী হযরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্ম নেন। আরবের মরুপ্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।
দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকে।