সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

ছাত্র সমাবেশের তারিখ পেছাল ছাত্রলীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১:০৬ pm

বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্টের (বৃহস্পতিবার) ছাত্র সমাবেশের তারিখ পরিবর্তন করে আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নির্ধারণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্টের ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখ ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD