সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছাত্রদলের ৬ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (১৯ আগস্ট) সকালে তাদের তুলে নেওয়ার হয় বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘আজ (শনিবার) সকাল ১১ টায় রাজধানীর আজিমপুরস্থ নিজ বাসভবন থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজ নেওয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনও হদিস পাওয়া যায়নি।’
রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় কোনও নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করা, বিরোধী দল নিধনের মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ সংগঠনের ৬ নেতাকে আটকের পর অস্বীকারের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’