রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১০:৫৭ am

গাজীপুর জেলার বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার বিনয়কান্দি গ্রামে। তিনি ওই এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

নিহতের সহকর্মী আবু সুফিয়ান বলেন, আমি ও রাসেল হাওলাদার দুজন একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম, বেতন-ভাতার দাবিতে আন্দোলন করার সময় পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। এতে রাসেলের বুকে গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নিহত রাসেল হাওলাদারের সঙ্গে আসা টঙ্গী পূর্ব থানার কনস্টেবল তিলক বলেন, কীভাবে গুলিবিদ্ধ হয়েছে আমরা জানি না। আমরা তাকে আহছানউল্লাহ মেডিকেল থেকে এখানে নিয়ে এসেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ রাসেল হাওলাদারের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD