শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি : ইনু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৪ pm

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হই চই করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা না। বিএনপি জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের ভয়ংকর জল্লাদ। মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD