বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

খামারে আফ্রিকান সোয়াইন ফ্লু, সব শূকর মেরে ফেলার নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ৪:৫৫ am

একটি খামারে আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় সেখানে থাকা সব শূকর মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জেলা প্রশাসন এ নির্দেশনা দেয়।

ঘটনাটি ভারতের উত্তর কেরালার কানিচার গ্রামের। খবর- হিন্দুস্থান টাইমসের।

জেলা পশুপালন দপ্তরের এক কর্মকর্তার বরাতে খবরে বলা হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই খামারের ১০ কিলোমিটারের মধ্যে থাকা খামারের সব শূকর মেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া মৃত শূকরের দেহগুলোকে মাটিচাপা দিতে বলা হয়।

এতে আরও বলা হয়, সংক্রমিত ওই খামারের এক কিলোমিটার এলাকাকে সংক্রিমণ জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১০ কিলোমিটারের মধ্যের এলাকাকে নজরদারিতে রাখা হয়েছে।

জেলা প্রশাসনে নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাস ওই এলাকায় শূকরের মাংস বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ। এছাড়া গত দুমাসের মধ্যে ওই এলাকা থেকে কোনও শূকর বা শূকরের মাংস অন্য কোথাও পরিবহণ করা হয়েছে কিনা তা স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

এছাড়া গ্রামের কোথাও কোনও নতুন আক্রান্তের খবর পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD