সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

কলাবাগানে ফ্রিজ থেকে শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১:২৮ pm

রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডের এক বাসা থেকে ৮/৯ বছরের শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার পর বাসার ফ্রিজের ভেতরে রেখে গৃহকর্ত্রী সাথী আক্তার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ শনিবার (২৬ আগস্ট) দুপুরে ওই বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বিস্তারিত তথ্য ও পরিচয় এখনও জানা যায়নি।

কলাবাগান থানার এস আই বাবুল হোসেন জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে কাজ করতো শিশুটি। ঘটনার পর শিশুটির লাশ ফ্রিজে রেখে গৃহকর্ত্রী সাথী আক্তার পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেনি পুলিশ। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এস আই বাবুল হোসেন।

ওই বাসা থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD