শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

ওয়ারীতে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৯:৩৯ am

রাজধানীর ওয়ারী থানার তাহেরবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে ইসনেহা দীন মেঘা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।

সোমবার (২১ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেঘার মামা আকাশ বলেন, আমার ভাগনে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার আগের থেকেই একটু মানসিক সমস্যা ছিল। আজ দুপুরে আমার বোন তার ছোট মেয়ে জান্নাতকে নিয়ে সেলুনে চুল কাটাতে যায়। পরে বাইরে থেকে এসে দেখে মেঘা নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মেঘার বাবা মো. হানিফ সৌদি প্রবাসী। তিন বোনের মধ্যে সে ছিল সবার বড়। তাদের বাসা ওয়ারী থানার ২৩/১ তাহেরবাগ এলাকায়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ওয়ারী থানাকে জানিয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD