রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে মো. আবুল কাশেম (৭৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ছয়টার দিকে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক খান বলেন, সকালে ডিউটিরত অবস্থায় খবর পাই একজন গুলিবিদ্ধ অবস্থায় বসুন্ধরার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, সকালে তিনি তার নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।