শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

ইরানে মাজারে বন্দুক হামলায় নিহত ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:২৩ pm

ইরানের সিরাজ শহরে একটি মাজারে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুই বন্দুকধারী শাহ চেরাগ মাজারে ঢোকার চেষ্টা করে এবং তারা দর্শনার্থীদের লক্ষ করে বন্দুক হামলা চালায়।

এই মাজারেই গত বছরের অক্টোবরে হামলা হয়েছিল। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএস। ওই হামলায় প্রাণ হারান ১৩ জন।

তবে রোববারের হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ইরানের সিরাজ শহর হলো তীর্থযাত্রা ও পর্যটনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এর আগে ২০০৮ সালের এপ্রিল মাসে এই ধরনের হামলা হয়েছিল। সেসময় একটি মসজিদে পেতে রাখা বোমায় ১৪ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD