শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১১:১৭ am

চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি হোম ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য আজ (শনিবার) জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩২ জনের প্রাথমিক এই স্কোয়াডে সাফের দলে থাকা ফুটবলারদের সঙ্গে আরও ৯ জনকে ডাকা হয়েছে।

ঘোষিত দলে নতুন মুখদের মধ্যে অন্যতম দীপক রায়। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি কাপে খেলে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আর্জেন্টিনায় রয়েছেন। তার সম্পর্কে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‌‘আশা করি শেষ সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে।’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

এরপর ম্যাচের ভেন্যুও কিংস অ্যারেনায় হওয়ার ইঙ্গিত দিলেন কাজী নাবিল, ‘কিংসের অনুমোদনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারাও কিংস অ্যারেনায় অনুশীলন করবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD